ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভরসা

সন্ধ্যা, মোমের বাতি,জানালায় খেক শেয়ালের হাঁক,ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,আমার বুকে সারাটি জনম থাক।

কাঠগড়া

সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু’নয়ন।

গালিব ও প্রাক্তন

প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে