আমি এক গরীব প্রেমিক রোকসানা,
যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়
ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা
তাজা শাক-সবজি।
যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে
বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!
সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।
আমি এক গরীব প্রেমিক রোকসানা,
যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়
ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা
তাজা শাক-সবজি।
যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে
বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!
সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।
তোমারে পাইবার পর-
হারানোর ভয় যদি না আসে মনে,
তবে তোমারে পাইলাম কোনখানে?
কাটে না তোমার ঘোর,
কাটে না প্রতীক্ষার প্রহর,
কাটে না রাত,
আসে না ভোর।
কাটে না হারানোর ভয়,
যদি তোমাকে হারাতে হয়,
গোটা পৃথিবী করবো-
ধুসর মরুময়।
সন্ধ্যা, মোমের বাতি,
জানালায় খেক শেয়ালের হাঁক,
ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,
আমার বুকে সারাটি জনম থাক।
সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন। কী করেছি অপরাধ কী যে তাহার সাজা কিছুই কয় না মোরে। সারাক্ষনই সে ভয় দেখায় মাঝে মধ্যে বাঁচার আশায় মন চায় পালাই দূরে। তারপরেই মনে পড়ে এত্তো ভালোবাসি যারে তারে ছাড়া যায়! রোজই সে দিক না সাজা তাতে যদি সে পায় মজা সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়! #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন
প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম। এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে? ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি। #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
হয়তো কোনদিন তুমি আসবে,
অথবা কোনদিন নয়।
না এলেই ভালো,
এলেইতো আবার তোমায় হারাবার ভয়।
ভয় নিয়ে বাঁচতে চাইনা-
স্মৃতিটুকুই থাক,
চাইনা আমি সুখের দিন-
আসুক আবার যাক।
একেবারে জীবন তরে-
আসতে যদি পারো,
স্বপ্ন নয় সত্যি হয়ে-
হাতটি আমার ধরো।