ভয়
কাটে না তোমার ঘোর, কাটে না প্রতীক্ষার প্রহর, কাটে না রাত, আসে না ভোর। কাটে না হারানোর ভয়, যদি তোমাকে হারাতে হয়, গোটা পৃথিবী করবো-
কাটে না তোমার ঘোর, কাটে না প্রতীক্ষার প্রহর, কাটে না রাত, আসে না ভোর। কাটে না হারানোর ভয়, যদি তোমাকে হারাতে হয়, গোটা পৃথিবী করবো-
কাল ঘুম থেকে উঠবো খুব তাড়াতাড়ি……কথা দিয়েছে সে কাল ভোরে আসবে আমার বাড়ী…..
হৃদয়ের গহীনে-অতীব যতনে,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। অ থেকে চন্দ্রবিন্দু-শুণ্য থেকে অসীম সিন্ধু,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। আদি থেকে অন্ত-সীমা থেকে দিগন্ত,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। ভোরের আলোয়-রাতের কালোয়,রয়েছো তুমি-হে বঙ্গভূমি।
এভাবেই চলে যেও না,ভোরটা হতে দাও-ভোরের আলোয় একটু তোমায় দেখি।
ভোর তো আর হয় না শখি… আমি এখন অন্ধকারেই থাকি…
তুমি আমার অষ্টদশী প্রেমিকা হবে?রোজ রাতে চুপিসারে তোমার জানালায় রেখে যাব নীল জোনাকী-রোজ ভোরে এনে দেব দোয়েলের গান।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)