Tag: ভূমি

  • সমর্পণ

    আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
    তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
    তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
    তুমি আমাকে আগলে রাখবে তো?
    নাকি অন্য সব মানুষের মতো,
    অন্য সব নারীর মতো তুমিও,
    তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
    আমাকে মনে হবে বিরাণ ভূমি?
    আমাকে মনে হবে ভাঙ্গা কুলা?

  • বঙ্গভূমি

    হৃদয়ের গহীনে-
    অতীব যতনে,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    অ থেকে চন্দ্রবিন্দু-
    শুণ্য থেকে অসীম সিন্ধু,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    আদি থেকে অন্ত-
    সীমা থেকে দিগন্ত,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    ভোরের আলোয়-
    রাতের কালোয়,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    নজরুলের কাব্যে-
    জয়নুলের চিত্রে,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।