প্রিয়ে কণ্যা, এতো রাগ কিসের? হয়েছে তো সামান্য একটা ভুল!কথা দিচ্ছি,চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,একশত ঘাস ফুল।
ভুল মতাদর্শ ভিন্ন যদি, ক্যামনে বাইলা প্রেমের নদী? ক্যামনে সঁপিলা অন্তর? ভুল মানুষের প্রেমে নয়, ভুল ছিল মন তোর…