কাঠগড়া
সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু’নয়ন।
সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু’নয়ন।
তোমাকে একদিন আপনিকরে ডাকবো, তুমি কি খুবরেগে যাবে সখি?রেগে গিয়ে আমার গায়েবালিশ ছুঁড়ে মারবে কি? হাতের দামী ফোন,অথবা তোমার চুল-আঁচড়াবার নিরীহ চিরুনী?নাকি আমার লম্বা চুল
বৃষ্টির শেষে রামধনুর এ প্রান্ত থেকে ও প্রান্তে তোমাকে বার্তা পাঠাবো।সে চিঠিতে লেখা থাকবে ভালোবাসি ভালোবাসি।
হারিয়ে যাবো বলেই এ শহরে এসেছি,যাবার আগে রুপসী তোমাকে ভালবাসি বলতে চাই। #ভালোবাসা #রুপসী #শহর
চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি, শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।
সখি, এমন করেই পাশাপাশি এক্সট্রা মাইল চলতে চাই, এমন করেই ‘না বলেও’ ভালবাসি বলতে চাই।
সখি, “ভালবাসি” শব্দটার অর্থই ভুলে গেছি; কত দিন হয় তুমি বল না আর “ভালবাসি”।
সিয়েরা লিওন চোখে আঙ্গুল দিয়ে বলে… আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
কে কবে ভালবেসে আহত হয় নি বলো দেখি সই! আমিও আহত হবো জেনেই ভালবেসে যাই।
আমি বাপু নাচতেও জানি নে, নাচাতেও জানি নে পারলে এসো ভালবাসি।
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)