Tag: ভালোবাসা

  • নিছক

    নিছক গল্পচ্ছলে হলেও ভালবাসিস,
    নিছক কল্পনা হলেও কাছে থাকিস।

  • ভালবাসা

    ভালবাসতে গিয়া শুনি ভালবাসার বাজার ভাল না,
    বেচতে চার আনা আর কিনতে চাইলে ষোল আনা।

  • ভালবাসা

    আঁটসাঁট বেঁধে ভালবাসা যায় না, কাজটা অজান্তে হয়ে যায়।

  • নিষেধ

    রমজানে ভালবাসতে নিষেধ নাই,
    সখি চল, ভালবাসার পাঙ্খা উড়াই।

  • ভালবাসা

    ভালবাসা অন্তরে থাকেরে পাগলা,
    আর অন্তর পরিবর্তনশীল।

  • কঠিন

    ভালবাসার চেয়ে কঠিন কর্ম আর নাই,
    অথচ আমরা হুটহাট বলে ফেলি ‘তুমরে আমি বালা ফাই’।

  • তোমায় ভালবাসবো বলেই

    আমরা একটা চায়ের দোকানে আড্ডা দিতাম, দোকানের বাম পাশের বাড়ীটার ছাদে একটা মেয়ে ঘুরঘুর করতো।

    প্রেমে পড়তে চাই টাইপের এক্টিভিটিস, মোটামুটি সব যুবকেরই মনযোগ আকর্ষক।

    এর বহু দিন পর রাস্তায় একটা মেয়ে আমাকে দাঁড় করিয়ে বললো “ওটা আমার কাজিন, আপুর দিকে তো নজর যায় ঠিকই, ডান পাশের বিল্ডিং এর ছাদে যে আমি আপনার দিকে তাকিয়ে থাকি সে দিকে নজর যায় না?”

    আমি ঝটপট উত্তর দিলাম “আমি তো জানি ওটা তোমার আপু, তাই তো বড় আপু হিসেবে তাকাই।”

    তার বহুদিন পর আমি বালিশে হেলান দিয়ে বসে আছি, মনি একটা বালিশ কোলে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমার হাতটা ওর মাথার উপর টেনে নিয়ে বলল “সত্যি করে বলো তো, তুমি আপুর দিকে তাকাতে না?”

    আমি নির্দ্বিধায় বললাম “আমি তোমায় ভালবাসবো বলেই মানুষ হয়ে জন্মেছিলাম।”

  • হারাইয়া গিয়াছে

    একটি জরুরী ঘোষণা-

    ভালবাসা পূর্ণ একটা হৃদয় হারাইয়া গিয়াছে, যদি কোন স্বহৃদয়বান নারী পাইয়া থাকেন তবে আমার নিকট জানাইবার অনুরোধ রইল।

    বিঃদ্রঃ পুরষ্কারের ব্যবস্থা আছে।

  • মিথ্যে গল্প

    ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,
    তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।
    উপোষ করে তোমার জন্য শুভ কামনা,
    এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা।

    হিঁদুর ছেলে নইকো আমি মন্দিরে যাই তবু,
    ঢের হয়েছে এমনটা, আর হবেনা কভূ।

    গঙ্গার জলে কত যে পুজোয় ঢেলেছি জবা ফুল,
    আজ এসেনা বুঝলাম আমি সব হয়েছে ভুল।

    হিঁদুর ঘরে যায়না যাওয়া, বন্ধ দরজা বেদ’এ,
    সব দরজা বন্ধ এখন কি লাভ হবে কেঁদে।

    তাই কাঁদিনা, রাত জাগিনা, বাসিনা তোমায় ভাল,
    সন্ধ্যা হলো ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো।

    মসজিদে যাই আযান হলো, নামাজ পড়ি গিয়ে,
    তোমায় ভুলে থাকতে চাই আমার আমি নিয়ে।

  • পাটকাঠি ও মুটকির গল্প

    – এই এই, কী করছিস!
    – মুখ মুছতেছি, খাওয়ার পর মুখ মোছা সুন্নত।
    – কই থিকা পাইছোস?
    – সেদিন এক বড় ভাই বলছে।
    – তোর ঐ বড় ভাই এটা বলে নাই যে, পর নারীর ওড়নায় মুখ মোছা হারাম?
    – না রে, ভাই মনে হয় ব্যপারটা বলতে ভুলে গেছিল।
    – আচ্ছা, নেক্সট টাইম মনে রাখবি।
    – মনে না থাকলে, আবার যদি মুখ মুছি তখন মনে করাই দিবি, ঠিক আছে?
    – তোরে নিয়া যে আমি কই যাই!
    – স্যরি বাবা, আমি তোর সাথে কোথাও যাব না। তুই যে পেটুক! সিঙ্গাড়া নিলাম ৪ খানা, তার মধ্যে তো সাড়ে তিনখানাই তুই খাইলি।
    – খাইছি ভাল করছি, বেশী বেশী খাই বলেই তো আমি সাস্থ্যবান আর তুই পাটকাঠি।
    – তুই সাস্থ্যবান নাকি মুটকি?
    – হ, আমি মুটকি এবার ঠিক আছে? চল দেরী হয়ে যাচ্ছে।