সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন। কী করেছি অপরাধ কী যে তাহার সাজা কিছুই কয় না মোরে। সারাক্ষনই সে ভয় দেখায় মাঝে মধ্যে বাঁচার আশায় মন চায় পালাই দূরে। তারপরেই মনে পড়ে এত্তো ভালোবাসি যারে তারে ছাড়া যায়! রোজই সে দিক না সাজা তাতে যদি সে পায় মজা সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়! #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন
Tag: ভালোবাসা
-
কাঠগড়া
-
অপরাধ
মালেকা হামিরার অপরাধ ছিলো সে শাহজাদা তালিবকে ভালোবাসতো, কিন্তু তালিব ভালোবাসতো এক রাজকন্যাকে। #অপরাধ #মালিকাহামিরা ভালোবাসা #আলিফলায়লা #শাহজাদা #জালালতালিব #রাজকন্যা
-
অন্তরে অন্তরে
আমার ভিতরে-বাহিরে অন্তরে অন্তরে- কে যে সেথায় বসত করে কে ছড়ি ঘোরায়! সে কি আমায় ভালোবাসে? নাকি শুধু আমাতে ডুগডুবি বাজায়? আমি নিরীহ পাগল আর- তাহার চোখে আগুন, সে আগুনে এ পাগলকে কেন সে পোড়ায়?
-
প্রাকৃতিক প্রেম
এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-
আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।
নির্ভেজাল ভালোবাসা। -
তিথী
এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না। -
অদেখা
প্রিয়তমেষু অদেখা,
সত্যি যদি কোনদিন ভালবেসে সামনে দাঁড়াই, চিনতে পারবে তো…?
– জয় কল্যাণীয়েষু#প্রিয়তমেষু #অদেখা
-
মানুষ
মানুষে মানুষেই ভালোবাসা হয়,
মানুষে মানুষেই হয় খুন।#মানুষ #ভালোবাসা
-
ভালোবাসি
ক্রাশকে লিখলাম “কেমন আছেন? ভালোবাসেন?”
ক্রাশ উত্তর দিলো “জ্বী, আপনি?”
সাথে সাথে উত্তর দিলাম “আমি তো সেই কবে থেকেই ভালোবাসি আপনাকে”।
তারপর থেকে আর ম্যাসেজ যাচ্ছে না, ম্যাসেঞ্জার কি আবারও ডাউন? -
বয়সের কী দোষ?
সম বয়সী তুই,
ভালবাসবি না তাই।
এ কেমন কথা?
বয়সের কী দোষ?
বয়সে কি আসে যায়?
পেয়েছিস তুই কোথায়-
এ আজগুবি প্রথা? -
ট্রানজিট
আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,
বিনিময়ে আমি পাই এক টাকা।