Tag: ভালোবাসা

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • ওজন

    প্রিয়তমেষু রূহি,

    তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,

    অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।

    ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,

    কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।

    – নিতান্তই দরিদ্র এক প্রেমিক

    টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।

  • শেকল

    আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,

    সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।

    অথচ সে জানে না ভালোবাসা-

    নুপুরের চেয়ও কঠিন শেকল।

  • গৃহকুট

    যে আমাকে বোঝেনি কখনো,

    যে আমাকে কোন নাম দেয়নি,

    তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো।

    যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।

  • ভালোবাসা

    রচনার দৈর্ঘ্যের চেয়ে বক্তব্যের গভীরতার মত;
    প্রেমের দৈর্ঘ্যের চেয়ে ভালোবাসার গভীরতাই আসল।

    তাই তোমার কপালের ছোট্র টিপ ক্ষণিকের তরে ভালোবেসেছি,
    এ ভালবাসার গভীরতা সীমাহীন।

  • পরীক্ষা

    প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-
    তোমারে ধরিয়া রাখার যুদ্ধ হবে শুরু,
    প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-
    ভালোবাসার আসল পরীক্ষা শুরু।

  • গল্পটা শেষ

    হে তাইরে বালা ফায়, তাই জানে না।
    
    #গল্প #শেষ #হে #তাই #বালা #ভালোবাসা #একাশশী #দশকিয়া
  • শুদ্ধ করে নাও

    তোমার সামনে দাঁড়িয়ে
    আছে দেখো সখি, নতুন
    একটা মানুষ।
    তারে তুমি তোমার ভালোবাসায়
    শিক্ত করে নাও; তারে
    শুদ্ধ করে নাও।

    #শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া

  • বেদনা

    হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে-
    সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী,
    প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা
    আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী।
    
    #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
  • সন্ধ্যা

    প্রিয়তমেষু সন্ধ্যা,
    আরেকটু ক্ষণ থাকো পাশে-
    ভালোবাসিবার দাও আরেকটু সময়।
    
    #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি