ভালোবাসা
লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স
লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স
প্রিয়তমেষু রূহি, তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম, অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ। ঠিক তেমনই, আমার
আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে, সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে। অথচ সে জানে না ভালোবাসা- নুপুরের চেয়ও কঠিন শেকল।
যে আমাকে বোঝেনি কখনো, যে আমাকে কোন নাম দেয়নি, তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো। যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।
রচনার দৈর্ঘ্যের চেয়ে বক্তব্যের গভীরতার মত;প্রেমের দৈর্ঘ্যের চেয়ে ভালোবাসার গভীরতাই আসল। তাই তোমার কপালের ছোট্র টিপ ক্ষণিকের তরে ভালোবেসেছি,এ ভালবাসার গভীরতা সীমাহীন।
প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-তোমারে ধরিয়া রাখার যুদ্ধ হবে শুরু,প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-ভালোবাসার আসল পরীক্ষা শুরু।
হে তাইরে বালা ফায়, তাই জানে না। #গল্প #শেষ #হে #তাই #বালা #ভালোবাসা #একাশশী #দশকিয়া
তোমার সামনে দাঁড়িয়েআছে দেখো সখি, নতুন একটা মানুষ।তারে তুমি তোমার ভালোবাসায়শিক্ত করে নাও; তারেশুদ্ধ করে নাও। #শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া
হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে- সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী, প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী। #হৃদয়
প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)