ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভাত ও তুমি

তোমার মতো ভাত, অথবা – ভাতের মতো তুমি। কাছে পেলে যতটা না ক্ষুধা, দূরে গেলে বহুগুণ।

গোলাপের গন্ধ

তাহার জন্য জুতো জোড়া,তাহার জন্য কদম গাছের ডাল,তাহার জন্য সকাল বেলার-পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল। তাহার জন্য রঙ্গিন সুতো,নাটাই ছেঁড়া ঘুড়ি,এতো কিছুর পরেও ক্যান-মন দিবি

তোমার প্রেমে

তোমার প্রেমে হাবুডুবু, তোমার প্রেমে ওড়া। তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে আবার নিজেকে গড়া। তোমার প্রেমে সকাল-দুপুর তোমার প্রেমে রাত, তোমার প্রেমে উপোষ থাকা- থালা ভর্তি ভাত।

সেফুদা

সেফুদা মদ খায় আর আমরা খাইবাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জামসেফুদার মনে বেজায় কষ্টবিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম! আমাদের তো বিটিভি আছে,