তোমার মতো ভাত,
অথবা – ভাতের মতো তুমি।
কাছে পেলে যতটা না ক্ষুধা,
দূরে গেলে বহুগুণ।
তাহার জন্য জুতো জোড়া,
তাহার জন্য কদম গাছের ডাল,
তাহার জন্য সকাল বেলার-
পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।
তাহার জন্য রঙ্গিন সুতো,
নাটাই ছেঁড়া ঘুড়ি,
এতো কিছুর পরেও ক্যান-
মন দিবি না ছুঁড়ি?
মন দিবি না ভাল কথা-
ক্যান দেহের লেনাদেনা?
এতো শহর ঘুরছি আমি-
খুঁজছি শুধু,
সেই সে আপনজনা।
যার বুকে তে মাংস নয়-
শুধু গোলাপের গন্ধ,
তারে পেলেই আমার যাত্রা-
করবো এবার বন্ধ।
তোমার প্রেমে হাবুডুবু, তোমার প্রেমে ওড়া। তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে আবার নিজেকে গড়া। তোমার প্রেমে সকাল-দুপুর তোমার প্রেমে রাত, তোমার প্রেমে উপোষ থাকা- থালা ভর্তি ভাত। তোমার প্রেমে হিজিবিজি তোমার প্রেমে অংক তোমার প্রেমেই ফকফকা সব তোমার প্রেমেই অন্ধ। #প্রেম #হাবুডুবু #ওড়া #গড়া #সকাল #দুপুর #রাত #উপোষ #থালা #ভাত #হিজিবিজি #অংক #অন্ধ
সেফুদা মদ খায় আর আমরা খাই
বাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জাম
সেফুদার মনে বেজায় কষ্ট
বিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম!
আমাদের তো বিটিভি আছে, আরো আছে একাত্তর কিংবা
এবিসি রেডিও ভাই
সেফুদার খালি ইউটিউব আর ফেসবুক আছে
আর কোন বালই নাই।
সেফুদা যে দেশে ভিক্ষা করে
ভাতের অভাবে মদ খেয়ে টাল-মাতাল
সে দেশ কি ভাই আমাদের মত!
আমাদের দেশ তো প্রথম ডিজিটাল
সেফুদা তুমি মদ খেয়ো না, মানুষ হয়ো না
আগে বাঙ্গালী হও
দীক্ষা যদি লাগে তবে একবার পূণ্যভূমি সিলেট ভ্রমণে যাও
সেখানে ৩৬১ আউলিয়া আছেন; বাবা শাহ জালাল-শাহ পরাণ
আর আছেন শাহ ইকবাল
তাহার কাছে দীক্ষা নিয়া হও খাঁটি বাঙ্গালী মাল।