ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

সপ্তদশী

তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।

স্মৃতিস্থির

আন্তনগর রেল এর মত দ্রুত গতিতে বন্ধুদের বয়স বেড়ে যায়,আমিই শুধু বিয়ারিং এর খেলনা গাড়ীর মত র’ই-যেখানে ছিলাম সেখানেই।

বয়সের কী দোষ?

সম বয়সী তুই,ভালবাসবি না তাই।এ কেমন কথা? বয়সের কী দোষ?বয়সে কি আসে যায়?পেয়েছিস তুই কোথায়-এ আজগুবি প্রথা?

সিনিয়র

দুই বৎসরের সিনিয়র তাই আপু, প্রেম কি বয়স বাঁধা মানে বাপু?