Tag: বেদনা

  • নিঃশব্দ

    বঞ্চিত প্রেমিকের যাতনা,

    আর লুন্ঠিত প্রেমিকার বেদনা,

    কেউ শুনতে পায় না।

  • বেদনা

    হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে-
    সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী,
    প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা
    আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী।
    
    #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ