Tag: বুক

  • গোলাপের গন্ধ

    তাহার জন্য জুতো জোড়া,
    তাহার জন্য কদম গাছের ডাল,
    তাহার জন্য সকাল বেলার-
    পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।

    তাহার জন্য রঙ্গিন সুতো,
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    এতো কিছুর পরেও ক্যান-
    মন দিবি না ছুঁড়ি?

    মন দিবি না ভাল কথা-
    ক্যান দেহের লেনাদেনা?
    এতো শহর ঘুরছি আমি-
    খুঁজছি শুধু,
    সেই সে আপনজনা।

    যার বুকে তে মাংস নয়-
    শুধু গোলাপের গন্ধ,
    তারে পেলেই আমার যাত্রা-
    করবো এবার বন্ধ।

  • ভরসা

    সন্ধ্যা, মোমের বাতি,
    জানালায় খেক শেয়ালের হাঁক,
    ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,
    আমার বুকে সারাটি জনম থাক।

  • সাফ কবলা

    তোমাকে হয়তো কোন আইল্যান্ড কিনে দিতে পারবো না,
    কিন্তু সখি গোটা বুকটা লিখে দিলাম তোমার নামে।
    
    #সাফকবলা #আইল্যান্ড #সখি #বুক #নাম
  • তৃষ্ণা

    তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,
    তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?
    আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়।

    #তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা