Tag: বিশ্বাস

  • গুজব

    বস্তুতঃ বাংলাদেশের কোন জাতীয় কবি নাই, কিন্তু আপনি সারা জীবন জপে এসেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
    যেমনটা গত ১২ বছর ধরে গণতন্ত্রের জপ করে আসছেন, আদতে এগুলো সবই গুজব মাত্র।
    বিশ্বাস না হলে খোঁজ নিয়া দেখেন।

  • মরে যেতে চাই

    প্রিয়তমেষু হাফসা,
    তুমি আমার প্রথম প্রেম নও, কিন্তু বিশ্বাস করো… তোমাতেই মরে যেতে চাই।
    – জয় কল্যানীয়েষু

  • পরীক্ষা

    বিগত ২-৪ হাজার বছরের ইতিহাস থেকে নিরীহ কোন ব্যক্তিকে পৃথিবী শাষণ করতে দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি "স্রষ্টা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন"।
    বলি, এই পরীক্ষা কত শত কোটি বছরে শেষ হবে শুনি?
  • বিশ্বাস

    বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়,
    মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য।
    অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি হয়তো তারই বন্ধুর ক্ষেত্রে ঘটে, অথবা বিশ্বাসী কৃষকের শষ্য নষ্ট করে দিয়ে যায় বণ্য হাতী।
    আসলে বিশ্বাস সব সময় আমাদের অনুকূলে থাকে না, মাঝে মাঝে আমরা বিশ্বাসের পরীক্ষায় অবতীর্ণ হই।
    তবু, উই মাষ্ট বিলিভ ইন ম্যাজিক।

  • বিশ্বাস

    ভাই, আমার সেল্ফিস্টিক বা ড্রোন, কোনটাই দরকার নাই।
    মানুষের প্রতি এখনো আমার অগাধ বিশ্বাস।

  • বিশ্বাস

    বিশ্বাস ভেঙ্গে যে করে খান খান…

    তার জন্যই হৃদয়ে কেন এতো লাগে টান…?

  • যদি আর বাঁশী না বাজে

    বিশ্বাস করুন আমি সেলিব্রিটি হতে আসিনি।

    আমি নেতা হতে আসিনি।

    আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম।

    সে প্রেম পেলাম না বলে

    আমি এই প্রেমহীন নীরস ফেসবুক থেকে

    নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

    —– কাজী নজরুল ইসলাম |