Tag: বিশ্ব

  • বিশ্ব শান্তি

    একদিন তুমি আমায় ঘুম পাড়াবে
    ঘুমোবো আমি নিভৃতে,
    বুকের পরে রাখবে মাথা
    বিশ্ব শান্তি তৃপ্তিতে।
    আজকে আমার ঘুম হয়না
    তুমি যে নেই দৃষ্টিতে,
    একদিন; বুকের পরে রাখবে মাথা
    বিশ্ব শান্তি তৃপ্তিতে।
    একদিন আমি রাত্রি জাগবো
    তোমার মুখটিই দেখিতে,
    বুকের পরে রাখবে মাথা
    বিশ্ব শান্তি তৃপ্তিতে।
    আজকে আমি চমকে উঠি
    তোমার মুখটি স্বপ্নেতে,
    একদিন; বুকের পরে রাখবে মাথা
    বিশ্ব শান্তি তৃপ্তিতে।