ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

চাহিদা

সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা, কবির চাই কাব্য লেখার বিরহ। #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা

সুদিনের প্রতীক্ষা

সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-এই মহামারি কেটে যাবে,তোমার শহরে হুড খোলা রিক্সায়-ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।

সমর্থক

হেরে যাওয়া দেশটার সমর্থক আমি, হেরে যাওয়া প্রেমিক আমার ভাই। তুমি যত বড় খেলুড়ে হও প্রেমিকা- তোমার আকাশেও উড়বে দেখো বিরহ পোড়া ছাই। #চতুর্বেদ#দেশ#প্রেমিক#প্রেমিকা#আকাশ#দশকিয়া