Tag: বিনিময়

  • ট্রানজিট

    আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,
    বিনিময়ে আমি পাই এক টাকা।

  • বিনিময়

    তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন,
    এসো ফিরি বিনিময় প্রথায়।

  • বিনিময়

    হৃদয়ের বিনিময়ে হৃদয় চাই,
    টাকা-পয়সার নাই কারবার।
    তুমিও জয়ী হলে আমিও
    ভয় নেই কারো হারবার।

  • স্বাধীনতা

    আমাকে যদি বলো আরশ থেকে এনে দিতে হবে ভগবানের পদ চিহ্ন।
    আমি এনে দেবো-
    তার বিনিময়ে এ জাতির স্বাধীনতা চাই।