ট্রানজিট
আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,বিনিময়ে আমি পাই এক টাকা।
আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,বিনিময়ে আমি পাই এক টাকা।
তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন, এসো ফিরি বিনিময় প্রথায়।
হৃদয়ের বিনিময়ে হৃদয় চাই, টাকা-পয়সার নাই কারবার। তুমিও জয়ী হলে আমিও ভয় নেই কারো হারবার।
আমাকে যদি বলো আরশ থেকে এনে দিতে হবে ভগবানের পদ চিহ্ন।আমি এনে দেবো-তার বিনিময়ে এ জাতির স্বাধীনতা চাই।
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)