Tag: বাজার

  • এই কি সুখ?

    তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
    তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
    যে দোকান থেকে সে রোজ বাজার করে,
    যে কসাইর থেকে সে মাংস কেনে,
    তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে শহরে সে বসবাস করে,
    যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
    যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
    যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
    ও সবই আমার কেন আপন মনে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

  • জাত

    লালন সে জেতের ফাতা 

    বিকিয়েছে সাধ বাজারে।

    লালন

  • মুক্তি

    গুলশানের কর্পোরেট বাজারে বিক্রী হয়ে যাওয়া ছেলে,

    কিংবা দৌলতদিয়ার নিষিদ্ধ বাজারে বিক্রী হয়ে যাওয়া মেয়ে,

    কেউ ফেরে না। একবার পা ফসকে আটকে গেলে জালে,

    কেউ ফেরে না আর, উড়তে পারে না পাখি আর মুক্ত হয়ে।

  • একটি কাল্পনিক চিঠি চাল-আচালি।

    সভাকবিকে লিখলাম-
    গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?
    নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে শুন্য হাতে ফিরে আসেন?

    উপরোক্ত চিঠিখানার উত্তরে কবি লিখলেন-
    পাছা বিক্রী করে ঢের কামিয়েছি বাছা, চালের দর, তেলের দর হাজার ছাড়ালেও সমস্যা হবে না।

    ফের চিঠিতে কবিকে জানালাম-
    বিক্রয়যোগ্য পাছা নেই গুরু।

    #কবি #সভাকবি #চাল #তেল #পাছা #চিঠি