কচুরিপানা, শাপলা-শালুক,
তার মাঝে ভেসে ওঠে বাংলার মুখ।
#বাংলা #কচুরিপানা #শাপলা #শালুক
কচুরিপানা, শাপলা-শালুক,
তার মাঝে ভেসে ওঠে বাংলার মুখ।
#বাংলা #কচুরিপানা #শাপলা #শালুক
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই । ।
-প্রতুল মুখোপাধ্যায়
যেই কবি হাজার বছর হাঁইট্টা এই বাংলায় শান্তি খুঁজেন, আবার জন্মাইতে চান শালিক, প্যাঁচা হইয়া, সেই কবি “আত্মহত্যা করছেন” এই কথার লগে যেই সব যুক্তি দাঁড় করা হইছে বা দাঁড় করা যায় তা ভোঁতা।