ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

প্রার্থণা

আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।

কলিজা

আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ।

স্মৃতিস্থির

আন্তনগর রেল এর মত দ্রুত গতিতে বন্ধুদের বয়স বেড়ে যায়,আমিই শুধু বিয়ারিং এর খেলনা গাড়ীর মত র’ই-যেখানে ছিলাম সেখানেই।

বিশ্বাস

বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়, মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য। অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি

বাকীটা ইতিহাস

বাংলাদেশের মত এমন বোকাচো* বন্ধু সবারই কাম্য, এক সময় আমিও এমন বোকাচোই ছিলাম। তখন আমার বন্ধুর অভাব ছিল না, তারপর একদিন আমি বদলে গেলাম; বাকীটা