হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা? কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম। #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন
Tag: বনলতা সেন
-
আশ্রয়
-
বনলতা
অমাবশ্যা রাইতে আমি তোমারে দেখি আন্ধারে…
-
দেখছি তারে অন্তরে
দুই চোক্ষে দেখি নাই, দেখছি তারে অন্তরে,
জীবু’দা যেমন দেখছিল বনলতার মুখ আন্ধারে।