প্রেতাত্মা
ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।
ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।
চোখের জল হয় না আর,ফারক্কায় শুকিয়ে গেছে সব। ধন্যবাদ হে মুজিব,ধন্যবাদ ইন্দিরাজী।তোমাদের দয়ায়,কত সুখী বঙ্গবাসী আজি।
হে দারিদ্র, জানি না কি আছে মোদের,কেন ছাড়ছো না তুমি এ বঙ্গবাসীর পিছু।
হৃদয়ের গহীনে-অতীব যতনে,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। অ থেকে চন্দ্রবিন্দু-শুণ্য থেকে অসীম সিন্ধু,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। আদি থেকে অন্ত-সীমা থেকে দিগন্ত,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। ভোরের আলোয়-রাতের কালোয়,রয়েছো তুমি-হে বঙ্গভূমি।
হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে… চলনা সখি, হারাই গিয়ে বঙ্গে…
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)