Tag: বঙ্গ

  • প্রেতাত্মা

    ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,
    ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।

  • ধন্যবাদ

    চোখের জল হয় না আর,
    ফারক্কায় শুকিয়ে গেছে সব।

    ধন্যবাদ হে মুজিব,
    ধন্যবাদ ইন্দিরাজী।
    তোমাদের দয়ায়,
    কত সুখী বঙ্গবাসী আজি।

  • দারিদ্র

    হে দারিদ্র, জানি না কি আছে মোদের,
    কেন ছাড়ছো না তুমি এ বঙ্গবাসীর পিছু।

  • বঙ্গভূমি

    হৃদয়ের গহীনে-
    অতীব যতনে,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    অ থেকে চন্দ্রবিন্দু-
    শুণ্য থেকে অসীম সিন্ধু,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    আদি থেকে অন্ত-
    সীমা থেকে দিগন্ত,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    ভোরের আলোয়-
    রাতের কালোয়,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    নজরুলের কাব্যে-
    জয়নুলের চিত্রে,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

  • হারাই গিয়ে বঙ্গে

    হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে…
    চলনা সখি, হারাই গিয়ে বঙ্গে…