বর্ষা দেখা হলে বা ফোনে কথা বলার সময় প্রতিদিনই নানা সমস্যার কথা বলে, এসব দেখে দেখে বিরক্ত হয়ে রিপন একদিন বললো-
তোমার কাছে কি পজিটিভ কিছু নাই? এদিকে বউয়ের জ্বালা, আর ঐ দিকে তোমার মুখে সারাক্ষন এতো এতো নেগেটিভ কথা শুনতে আর ভালো লাগছে না।
তারপরের দিন বর্ষা ফোন করে বললো- বেবী, তোমার জন্য একটা পজিটিভ নিউজ আছে।
রিপন উৎফুল্ল কন্ঠে বললো- তাই! তা কী সে খুশীর সংবাদটা বেইব?
বর্ষা- প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম, রিপোর্ট পজিটিভ আসছে 🥰💃.
পজিটিভ নিউজ পেয়ে তো রিপন এর মাথা নষ্ট, এদিকে বউয়ের সামনে সে নিষ্পাপ, ভোলভালা মানুষ। এখন যদি এসব ফাঁস হয় তাহলে তার কপালে সত্যিই দুঃখ আছে, বউ বাচ্চাদের নিয়ে নির্ঘাৎ বাপের বাড়ী চলে যাবে। তড়িঘড়ি করে বললো তুমি কোথায় আছো, আমি এক্ষুনি দেখা করতে চাই। দেখা হওয়ার পর বেশ কিছুক্ষন আলাপের পর বর্ষা বললো- বাবু, শোনো, আরো একটা পজিটিভ নিউজ আছে।
রিপন – আবার পজিটিভ নিউজ!
বর্ষা – এই দেখো, এখনই ম্যাসেজ আসলো, আমি কোভিড পজিটিভ। রিপন কাঁদতে কাঁদতে বাড়ীর দিকে রওয়ানা হলো।
সেদিন আর তাদের মধ্যে কোন কথা হয়নি, রিপন বাসায় গিয়ে ফোন অফ করে ঝিম মেরে বসে ছিলো। বউ-বাচ্চার দিকেও একবার ফিরে তাকায় নি, ভিতরে তার ধরা খেয়ে যাওয়ার ভয় কাজ করছিলো।
পরদিন সকালে ফোন খুলে দেখে বর্ষা একটা মেডিকেল রিপোর্ট এর ছবি তুলে পাঠাইছে।
সাথে বর্ষা লিখেছে- বাবু, আরো একটা পজিটিভ নিউজ। আমাদের দু’জনেরই HIV পজিটিভ।
Tag: বউ
-
পজিটিভ
-
সুনামগঞ্জী দামান
আশা আছিল মনোর মাজো,
বিয়া খরতাম সুনামগঞ্জো,
অইতাম গর জামাই…
বউয়ে খালি দিবো খুটা,
আমি বুলে তাইর বাফোর টেখায় খাই…মন খারাফ করি আমি,
যখন রইমু বইয়া,
হাসি হাসি মুখে হালি,
খইবো গালাত বইয়া,
হুনো দুলা ভাই…
হারাদিন তুমি খই আছলায়,
বিয়ানতোনে মুখো কিচ্চু,
দিছে না আফায়…