Tag: ফুল

  • প্রিয়ে

    কণ্যা, এতো রাগ কিসের?

    হয়েছে তো সামান্য একটা ভুল!
    কথা দিচ্ছি,
    চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,
    একশত ঘাস ফুল।

  • আজ তোমার মন খারাপ মেয়ে

    তোমার মাথা ব্যথায় নাপা হবো
    গ্যাস্ট্রিকে হবো আদা,
    তোমার মন খারাপে ভাঁড় হবো
    গন্ডার-গরু-গাধা।

    তুমি হাসলে বাগান হয় যে
    ফুলে ফুলে ভরপুর,
    তোমার মন খারাপে অন্ধকারে
    ছায়; যদিও দিন দুপুর।

    #মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর

  • কাঠগড়া

    সে যে আমারে লুচ্চা বানায়
    তারপর তোলে কাঠগড়ায়
    কী যে খেলে তার মন!
    
    কেমন যে এক ভ্যাজালে
    সে আমারে জড়ালে
    এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন।
    
    কী করেছি অপরাধ
    কী যে তাহার সাজা
    কিছুই কয় না মোরে।
    
    সারাক্ষনই সে ভয় দেখায়
    মাঝে মধ্যে বাঁচার আশায়
    মন চায় পালাই দূরে।
    
    তারপরেই মনে পড়ে
    এত্তো ভালোবাসি যারে
    তারে ছাড়া যায়!
    
    রোজই সে দিক না সাজা
    তাতে যদি সে পায় মজা
    সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়!
    
    #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন
  • বাসনা

    প্রিয়তমেষু সুপ্রিয়া,
    তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী…
    – জয় কল্যানীয়েষু

  • মিথ্যে গল্প

    ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,
    তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।
    উপোষ করে তোমার জন্য শুভ কামনা,
    এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা।

    হিঁদুর ছেলে নইকো আমি মন্দিরে যাই তবু,
    ঢের হয়েছে এমনটা, আর হবেনা কভূ।

    গঙ্গার জলে কত যে পুজোয় ঢেলেছি জবা ফুল,
    আজ এসেনা বুঝলাম আমি সব হয়েছে ভুল।

    হিঁদুর ঘরে যায়না যাওয়া, বন্ধ দরজা বেদ’এ,
    সব দরজা বন্ধ এখন কি লাভ হবে কেঁদে।

    তাই কাঁদিনা, রাত জাগিনা, বাসিনা তোমায় ভাল,
    সন্ধ্যা হলো ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো।

    মসজিদে যাই আযান হলো, নামাজ পড়ি গিয়ে,
    তোমায় ভুলে থাকতে চাই আমার আমি নিয়ে।

  • মে ফুল

    এপ্রিল মাস শুরু হয় কাউকে বোকা বানানো দিয়ে, মে মাসও শুরু হয় একই ভাবে। আমি শ্রমিক দিবসের কথা বলছি, যে দিন মালিক শ্রেণি নানা রকম মিথ্যা কথার ফুলঝুড়ি দিয়ে শ্রমিক শ্রেণিকে বোকা বানায়।
  • ধুতরার ফুল অসুন্দর নয়

    গোলাপ ফুল সুন্দর, তাই বলে ধুতরার ফুল অসুন্দর নয়।

  • ধ্যাত্তেরি!

    ধ্যাত্তেরি!
    লাগছে না ভাল কিছুই,
    কি যে করি!

    সকাল হয় না, সন্ধ্যা হয় না,
    হয় না রাত-দিন।
    কেউ করে না শোধ,
    কেউ করে না ঋণ।।

    কারো চোখে ঘুম নেই,
    স্বপ্ন দেখে না কেউ।
    রাধা যায় না জলে তাই,
    যমুনায় নেই ঢেউ।।

    আকাশ হয় না চুরি,
    মেঘ দেয় না উঁকি।
    সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
    চাঁদ দিয়েছে ফাঁকি!!

    কাদের সাথে আমার পিরিত,
    ঝগড়া কাদের সাথে!
    তাদের কেউ কাছে নাই,
    সবাই আপন পথে।।

    সব কিছুই ওলট-পালট,
    সবখানেই গন্ডগোল।
    কাব্য করা মহা পাপ;
    তাই, অন্য কোন গল্প বল।।

    গোলাপগুলো ফুটছে না আর,
    হেমন্তও আসে না।
    শিউলী ফুল রাতের আঁধার,
    এখন ভালবাসে না।।