ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

প্রিয়ে

কণ্যা, এতো রাগ কিসের? হয়েছে তো সামান্য একটা ভুল!কথা দিচ্ছি,চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,একশত ঘাস ফুল।

আজ তোমার মন খারাপ মেয়ে

তোমার মাথা ব্যথায় নাপা হবোগ্যাস্ট্রিকে হবো আদা,তোমার মন খারাপে ভাঁড় হবোগন্ডার-গরু-গাধা। তুমি হাসলে বাগান হয় যেফুলে ফুলে ভরপুর,তোমার মন খারাপে অন্ধকারেছায়; যদিও দিন দুপুর। #মেয়ে

কাঠগড়া

সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু’নয়ন।

বাসনা

প্রিয়তমেষু সুপ্রিয়া, তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী… – জয় কল্যানীয়েষু

মিথ্যে গল্প

ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।উপোষ করে তোমার জন্য শুভ কামনা,এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা। হিঁদুর ছেলে নইকো আমি

মে ফুল

এপ্রিল মাস শুরু হয় কাউকে বোকা বানানো দিয়ে, মে মাসও শুরু হয় একই ভাবে। আমি শ্রমিক দিবসের কথা বলছি, যে দিন মালিক শ্রেণি নানা রকম

ধ্যাত্তেরি!

ধ্যাত্তেরি! লাগছে না ভাল কিছুই, কি যে করি! সকাল হয় না, সন্ধ্যা হয় না, হয় না রাত-দিন। কেউ করে না শোধ, কেউ করে না ঋণ।।