ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

প্রতারণা

সখি, প্রতারণার মামলায় কোন প্রেমিকা গ্রেফতার- হয় নি বলে ভেবো না সব প্রেমিকাই ধোয়া তুলশী পাতা। প্রতারণার মামলায় যদি ফাঁসি হয় তবে- ক্লিওপেট্রার মরণোত্তর ফাঁসি

শুনানী

একজন খুনী বা ধর্ষক আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, কিন্তু একজন প্রেমিকের ফাঁসি হয় কোন প্রকার শুনানীবিহীন।

আদালত

আদালত যে একটা অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান তা হুমায়ুন আহমেদ থাপ্পড় মেরে দেখান কোথাও কেউ নেই নাটকে, আর জুতা মেরে দেখান আলাউদ্দিনের ফাঁসি নাটকে।

২১শে জুন

দু পায়ের বুড়ো আঙ্গুল দুটোতে কেমন যেন অনুভূতি হচ্ছে বেশ কিছুদিন ধরেই, রক্ত চলাচল না করলে যেমন হয়। সারাদিন শুয়ে-বসে খেলেও পায়ের পাতা দুটো শক্ত

আদালত

খুনিদের হয় না বিচার- চুমোর দোষে ফাঁসি, এভাবেই চলছে দুনিয়া- এভাবেই আমরা বাঁচি।

কে তুমি

যার পায়ে বাঁধিতে বেড়ী নুপুর হয়ে উঠি…যার গলে ফাঁসিতে বকুল হয়ে ফুটি…কে সে তুমি কে সর্বনাশী?

সিরাজ খুনির ফাঁসি চাই

মুজিব হত্যার বিচার হয়েছে… হয়েছে জিয়া হত্যার বিচারও… তাহের হত্যার বিচার হয়েছে… বিচার চাই, সিরাজের খুনিরও…