ত্রাণ নয় সখি, আমি আমার ন্যায্য প্রেম চাই।
Tag: প্রেম
-
উত্তর-দক্ষিন
সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!
#সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা -
নারী
নারীর চুলের আগা থেকে
পায়ের ধুলোবধী প্রেম।
সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-
সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়। -
এক সন্ধ্যার প্রেম
প্রিয়তমেষু মালিহা,
এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।
– জয় কল্যাণীয়েষু -
দেখা হবে প্রিয়
প্রিয়তমেষু স্বর্ণলতা,
প্রেম যদি মোর সত্যি হয়; দেখা হবে সুনিশ্চয়।
– জয় কল্যাণীয়েষু -
এতো সময় কই!
আমার দিনাজপুর প্রীতি বহু পুরাতন, প্রোটেস্ট্যান্ট প্রীতি আরো পুরাতন।
তার উপর মেয়ে দেখতে শ্রী কৃষ্ণের গায়ের রঙ এর যে বিবরণ দেয়া হয়, সেই রঙ এ রাধার রুপ।
একটা মোহ লাগা কাজ করে, স্থির কোন ছবি তৈরী করতে পারবেন না হৃদয়ে। ঠিক এই কারনে মেয়েটার চেহারা আমার এখন মনে পড়ছে না, নামটাও মনে নাই আর।
মেয়ের সাথে আমার পরিচয় ওর এক বান্ধবীর মাধ্যমে, তো, বান্ধবীরে দিয়া একবার প্রেমের প্রস্তাব দিলাম। মেয়ে কোন রেসপন্স দেয় নাই দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিলাম, তাও রেসপন্স নাই। শেষে পরপর বেশ কয়েক দিন ম্যাসেঞ্জারে গুতানির পর হোয়াটসএ্যাপ এ নক দিলাম।
এতো কিছুর পরও যখন রেসপন্স করতেছে না, তখন সিদ্ধান্ত নিলাম ওর কলেজে যাবো একদিন, তাও যদি রেসপন্স ভাল না আসে তাহলে আমার এতো ঠেকা লাগে নাই তার সাথে প্রেম করাই লাগবে, তখনও আমার ইন প্যারালাল ২টা গার্লফ্রেন্ডকে সময় দেয়া লাগে, নতুন আরেকটা গার্লফ্রেন্ডকে সময় দিতে বহু শিডিউল পরবির্তনের ঝামেলা আছে, এতো কিছুর সময় কই! -
সিনিয়র
দুই বৎসরের সিনিয়র তাই আপু,
প্রেম কি বয়স বাঁধা মানে বাপু?
-
ক্ষমতায়ন
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে-
জানি, মারবি জুতো-
এখন যে তোর এতো প্রেম,
জানি, সবই ক্ষমতায়নের ছুতো। -
আত্মহুতি
প্রিয়তমেষু অগ্নি,
অনুমতি দাও… আত্মহুতি দেই তব প্রেমের আগুনে।
— জয় কল্যাণীয়েষু
-
বেহায়া
আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা।