Tag: প্রেমিকা

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • প্রেমিকার মুখ

    কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,
    পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।

  • নিঃশব্দ

    বঞ্চিত প্রেমিকের যাতনা,

    আর লুন্ঠিত প্রেমিকার বেদনা,

    কেউ শুনতে পায় না।

  • নেশা

    চান্দের দেশে মেঘের খেলা চলে, তাতে আমার কী!
    আমি রেফারিও না, দর্শকও না।
    আমার চোখ জুড়ে এখন প্রেমিকার নেশা।

    #চাঁদ #দেশ #মেঘ #খেলা #রেফারী #দর্শক #চোখ #প্রেমিকা #নেশা

  • গালিব ও প্রাক্তন

    প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না।
    এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম।
    
    এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে?
    ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি।
    
    #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
  • প্রতীক্ষা

    প্রেমিকাদের জন্য প্রেমিকদের-
    এক অফুরন্ত প্রতীক্ষা, হোক-
    সে জীবনানন্দ দাশ, রফিক আজাদ
    বা অখ্যাত জয় কল্যাণ।

    #চতুর্বেদ #দশকিয়া #প্রেমিকা #প্রেমিক #প্রতীক্ষা #জীবনানন্দদাশ #রফিকআজাদ

  • মালিহা

    মালিহা-
    সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
    যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।

    মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
    নির্দিষ্ট কোনও রমণী আমার না,
    আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।

    আমি সকল জগতের,
    সকল যুগের।
    সকল প্রেমিকের প্রতিনিধি।।

    “মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।

  • একটা সন্ধ্যা চাই

    প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।

    সখি, এসো একটা সন্ধ্যা প্রেম করি,
    তারপর না হয় ভুলেই গেলে!

  • একজন প্রেমিকা চাই

    জগত জুড়ে ৪’শ কোটি গার্লফ্রেন্ড-
    কিন্তু, আমি একজন প্রেমিকা চাই।

  • প্রতারণা

    সখি, প্রতারণার মামলায় কোন প্রেমিকা গ্রেফতার-

    হয় নি বলে ভেবো না সব প্রেমিকাই ধোয়া তুলশী পাতা।


    প্রতারণার মামলায় যদি ফাঁসি হয় তবে-

    ক্লিওপেট্রার মরণোত্তর ফাঁসি দিয়েই শুরু হবে।