আমি এক গরীব প্রেমিক রোকসানা,
যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়
ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা
তাজা শাক-সবজি।
যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে
বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!
সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।
আমি এক গরীব প্রেমিক রোকসানা,
যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়
ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা
তাজা শাক-সবজি।
যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে
বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!
সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।
আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়।
দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো প্রেমিক জুটি এর আগে পৃথিবী একবারই দেখেছিলো সেই ২০২২ এর নভেম্বরে, তাই শহর জুড়ে কানাঘুষা শুরু হবে আমাদের নিয়ে।
গোটা শহর জেনে যাবে তাদের প্রেম এখনো অম্লান, এখনো শীতের ভোরে এই পাগল প্রেমিক জুটি অক্সিজেন মোড়ে হুদাই হাঁটতে যায় নাস্তা খাওয়ার বাহানায়।
বঞ্চিত প্রেমিকের যাতনা,
আর লুন্ঠিত প্রেমিকার বেদনা,
কেউ শুনতে পায় না।
প্রিয়তমেষু রূহি,
তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,
অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।
ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,
কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।
– নিতান্তই দরিদ্র এক প্রেমিক
টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।
আমি পরিপূর্ণ কবি নই আমি পরিপূর্ণ ব্যবসায়ী নই আমি পরিপূর্ণ সাম্যবাদী নই আমি পরিপূর্ণ পুঁজিবাদী নই আমি পরিপূর্ণ ধার্মিক নই আমি পরিপূর্ণ নাস্তিক নই আমি পরিপূর্ণ ভেগান নই আমি পরিপূর্ণ মাংসাশী নই আমি পরিপূর্ণ মানব নই আমি পরিপূর্ণ দানব নই তবে সখি, জেনে রাখো- আমি পরিপূর্ণ প্রেমিক। #সখি #কবি #প্রেমিক #ব্যবসায়ী #সাম্যবাদী #পুঁজিবাদী #ধার্মিক #নাস্তিক #ভেগান #মাংসাশী #মানব #দানব
প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম। এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে? ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি। #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
প্রেমিকাদের জন্য প্রেমিকদের-
এক অফুরন্ত প্রতীক্ষা, হোক-
সে জীবনানন্দ দাশ, রফিক আজাদ
বা অখ্যাত জয় কল্যাণ।
#চতুর্বেদ #দশকিয়া #প্রেমিকা #প্রেমিক #প্রতীক্ষা #জীবনানন্দদাশ #রফিকআজাদ
মালিহা-
সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।
মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
নির্দিষ্ট কোনও রমণী আমার না,
আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।
আমি সকল জগতের,
সকল যুগের।
সকল প্রেমিকের প্রতিনিধি।।
“মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।
প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।
সখি, এসো একটা সন্ধ্যা প্রেম করি,
তারপর না হয় ভুলেই গেলে!