Tag: প্রেম

  • এই কি সুখ?

    তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
    তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
    যে দোকান থেকে সে রোজ বাজার করে,
    যে কসাইর থেকে সে মাংস কেনে,
    তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে শহরে সে বসবাস করে,
    যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
    যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
    যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
    ও সবই আমার কেন আপন মনে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

  • ডিসি হিল

    তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
    আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
    আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।

    বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
    তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
    অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার।

  • অগোছালো প্রেম

    আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়।

    দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো প্রেমিক জুটি এর আগে পৃথিবী একবারই দেখেছিলো সেই ২০২২ এর নভেম্বরে, তাই শহর জুড়ে কানাঘুষা শুরু হবে আমাদের নিয়ে।

    গোটা শহর জেনে যাবে তাদের প্রেম এখনো অম্লান, এখনো শীতের ভোরে এই পাগল প্রেমিক জুটি অক্সিজেন মোড়ে হুদাই হাঁটতে যায় নাস্তা খাওয়ার বাহানায়।

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • প্রিয়ে

    কণ্যা, এতো রাগ কিসের?

    হয়েছে তো সামান্য একটা ভুল!
    কথা দিচ্ছি,
    চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,
    একশত ঘাস ফুল।

  • পিরিত ভালা না

    পিরিত ভালা না
    সখি তরা প্রেম করিও না

    – শাহ আব্দুল করিম

  • লিরা (দ্বিতীয়া)

    প্রিয়তমেষু লিরা,
    আমাদের এই প্রেমটা ঠিক পয়সার মতো নয় কি?
    কাগজে আমরা এর হিসাব করি ঠিকই,
    কিন্তু দেনলেনের সময় রাউন্ড ফিগারের নামে বাদ দিয়ে দেই না!

    টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।

  • লিরা (প্রথমা)

    প্রিয়তমেষু লিরা,
    আজ খুব প্রয়োজনে সে বার বৈশাখী মেলা থেকে কেনা মাটির ব্যাংকটা ভাঙতে হলো,
    ব্যাংক ভেঙ্গে দেখি সেখানে কাগজের কিছু নোটের পাশাপাশি অসংখ্য পয়সা পড়ে আছে।
    পয়সাগুলো দেখে আমাদের বিচ্ছেদের সিদ্ধানত নেয়ার দিনটির কথা মনে পড়ে গেলো।

    সেদিন তুমি আলাপের শুরুটা করেছিলে এভাবে-
    আচ্ছা জয়, আমাদের এই সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলতে পারো?
    আমি সেদিন বলতে পারিনি, কিছুই বলতে পারিনি। যা কিছু বলার, সব তুমি একাই বলেছিলে।

    নিশ্চয়ই বিরক্ত হচ্ছো? আজ এই অবেলায় তোমাকে এসব লিখছি কেন!
    এই ভেবে মেজাজও খারাপ হচ্ছে?

    তোমাকে শেষ বারের মতো বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থী।
    সেদিন তোমার যে প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজ সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি।
    তাই এতো দিন পর আরেকবার তোমাকে জ্বালাতন করা।


    আমাদের সম্পর্কটা আসলে মাটির ব্যাংকে জমিয়ে রাখা পুরোনো পয়সা।
    যা আমি ন্যায্য মূল্যে কিনলেও আজ কারো কাছে তার কোন মূল্য নেই।

    টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।

  • শাঁখের করাত

    প্রেম তো সখি শাঁখের করাত,

    আমার দিকে কাটছে দেখে হাসছো তুমি!

    তোমার দিকেও কাটছে দেখো চেয়ে

    সমান অনুপাত।

  • দিনাকার

    সখি,

    দিনের আকার কেমন?

    পৃথিবীর মতো ডিম্বাকার?

    চাঁদের মতো নীলাকার?

    তোমার মতো প্রেমাকার?

    নাকি আমার মতো এব্রোথেব্রো?