Tag: প্রিয়তমেষু

  • পানি পড়া

    প্রিয়তমেষু হুমায়রা,

    পানি পড়া খাওয়াবো তোমায়, যতন করে খেয়ো।

  • আত্মহুতি

    প্রিয়তমেষু অগ্নি,

    অনুমতি দাও… আত্মহুতি দেই তব প্রেমের আগুনে।

    — জয় কল্যাণীয়েষু

  • খুঁজেছি কত

    প্রিয়তমেষু জয়া,
    এখানেই ডট কমে খুঁজেছি কত! তবু তোমায় পেলাম না।

  • কথা

    প্রিয়তমেষু কথা,
    কথা না হয় বলতে পারি না, ভাল তো বাসতে পারি ঠিকই।
    – জয় কল্যাণীয়েষু

  • শতাব্দী

    রাতের পর রাত, শতাব্দীর পর শতাব্দী জেগে ছিলাম তুমি দেখলে না তা,
    তোমায় স্বপ্নে খুঁজতে যখন চোখ বন্ধ করলাম তখনই ভাবলে ঘুমিয়ে পড়েছি।

    প্রিয়তমেষু, আমার বন্ধ চোখ দেখলে… সে চোখের স্বপ্ন দেখলে না।

  • জান্নাত

    প্রিয়তমেষু জান্নাত,
    পারাবত এক্সপ্রেস এর শোভন চেয়ারে তোমার মুখোমুখী বসে নিম ব্রান্ড এর চা পান করার মাঝেও আছে শরাবান তহুরার স্বাদ।
    – জয় কল্যাণীয়েষু

  • ঈশিতা

    প্রিয়তমেষু ঈশিতা,
    কীর্তিনাশার বুকে শাহ আমানাত ফেরীর তিন তলার কেন্টিনে তোমার মুখোমুখি বসে ইলিশ ভাজা খাওয়ার অদম্য সাধ নিয়ে জন্মেছিলাম ২৭ বছর আগে।
    – জয় কল্যানীয়েষু

  • সুপ্রিয়া

    প্রিয়তমেষু সুপ্রিয়া,
    নিঃস্বার্থ ভালবাসা চাই, আছে কি তেমন স্বার্থহীন হৃদয়…?
    – জয় কল্যাণীয়েষু