প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি
Tag: প্রিয়তমেষু
-
সন্ধ্যা
-
গালিব ও প্রাক্তন
প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম। এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে? ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি। #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
-
অধরা
প্রিয়তমেষু অধরা,
সর্বহারা এই ঠোঁটের কথা তুমি একদিন ভুলেই যাবে; তখন তোমার এই গোলাপী অধর ঘুরে বেড়াবে কোন পুঁজিপতির চুরুট আর শিশ্নতে। -
অধিকার
প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।
-
প্রাকৃতিক প্রেম
এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-
আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।
নির্ভেজাল ভালোবাসা। -
সমর্পণ
আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
তুমি আমাকে আগলে রাখবে তো?
নাকি অন্য সব মানুষের মতো,
অন্য সব নারীর মতো তুমিও,
তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
আমাকে মনে হবে বিরাণ ভূমি?
আমাকে মনে হবে ভাঙ্গা কুলা? -
এক সন্ধ্যার প্রেম
প্রিয়তমেষু মালিহা,
এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।
– জয় কল্যাণীয়েষু -
দেখা হবে প্রিয়
প্রিয়তমেষু স্বর্ণলতা,
প্রেম যদি মোর সত্যি হয়; দেখা হবে সুনিশ্চয়।
– জয় কল্যাণীয়েষু -
প্রতীক্ষা
প্রিয়তমেষু প্রতীক্ষা,
তোমাকে পেয়ে গেলে পাওয়া হয়ে যাবে সব, পানসে হয়ে যাবে এ বেঁচে থাকা।
– প্রতীক্ষমান জয় কল্যাণীয়েষু
-
নন্দীনি
প্রিয়তমেষু নন্দীনি,
আমি তোমার ক্লান্ত রোদেলা দুপুরে হাত পাখার বাতাস হতে চাই।
জয় কল্যাণীয়েষু