Tag: প্রিয়তমেষু

  • লিজা

    প্রিয়তমেষু লিজা,

    তুমি পাশে থাকলে গোটা একটা জনম

    না খেয়ে কাটিয়ে দিতে পারবো।

    – ক্ষুধার্ত কল্যাণ

  • সিঁদুরে মেঘ

    প্রিয়তমেষু মেঘলা,

    ঘর পোড়া গরু কি সত্যি সিঁদুরে মেঘ দেখে চিনতে পারে?

    – ইতি জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #মেঘলা #ঘর #গরু #সিঁদুর #মেঘ #একলাইনেরচিঠি

  • প্রিয়তমেষু মণি

    তোমাকে নিয়ে আমার কোন কাব্য-

    নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে,

    আজ তার হলো অবসান।

    #অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া

  • আছো?

    প্রিয়তমেষু,

    তুমি এখনো ‘প্রিয়তমেষু’ আছো নাকি পদ্মার ভাঙ্গনে হঠাৎ যেমন গেরস্ত বাস্তুহীন হয়, আমিও তেমন প্রিয়তমেষুহীন প্রাক্তন হয়ে গেছি?

    – শিরোনামহীন কোন এক প্রাক্তন।

    #প্রিয়তমেষু #পদ্মা #প্রাক্তন #শিরোনামহীন

  • দেবী

    প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।
    – ইতি আপনার কবি।

    #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

  • ডিজার্ভ

    তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু।


    #ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া

  • মরে যেতে চাই

    প্রিয়তমেষু হাফসা,
    তুমি আমার প্রথম প্রেম নও, কিন্তু বিশ্বাস করো… তোমাতেই মরে যেতে চাই।
    – জয় কল্যানীয়েষু

  • মাদক

    মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
    তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।

    #মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ

  • বেদনা

    হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে-
    সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী,
    প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা
    আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী।
    
    #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
  • গঙ্গা

    প্রিয়তমেষু গঙ্গা,
    হৃদয়টাকে অপবিত্র করে রেখেছি তোমাতে স্নান করে পবিত্র হবো বলে।
    
    #গঙ্গা #প্রিয়তমেষু #হৃদয় #স্নান #পবিত্র #একলাইনেরচিঠি