তোমার এমন জ্বর হোক,
যেন আমার আলিঙ্গন বিনা তা না সারে।
তোমার এমন মাথা ব্যথা হোক,
যেন আমার চুমু বিনা তা না সারে।
প্রিয়তমেষু, তোমার এমন অসুখ হোক,
আমি বিনা যার কোন দাওয়াই নেই।
#জ্বর #অসুখ #প্রিয়তমেষু #দাওয়াই
তোমার এমন জ্বর হোক,
যেন আমার আলিঙ্গন বিনা তা না সারে।
তোমার এমন মাথা ব্যথা হোক,
যেন আমার চুমু বিনা তা না সারে।
প্রিয়তমেষু, তোমার এমন অসুখ হোক,
আমি বিনা যার কোন দাওয়াই নেই।
#জ্বর #অসুখ #প্রিয়তমেষু #দাওয়াই
তুমি চাইলে বুনো ঘাস হবো
তুমি চাইলে ডাহুক
তুমি চাইলে রাখাল হবো
তুমি চাইলে মাহুত
তুমি চাইলে ভিলেন হবো
তুমি চাইলে নায়ক
তুমি চাইলে সুরকার হবো
তুমি চাইলে গায়ক
তুমি চাইলে সালমান হবো
তুমি চাইলে রিয়াজ
তুমি চাইলে রসুন হবো
তুমি চাইলে পিঁয়াজ
একবার শুধু চেয়ে দেখো প্রিয়তমেষু,
তুমি চাইলেই হতে পারি কল্কি,
তুমি চাইলে যিশু।
যদি তোমারে না পাই প্রিয়তমেষু,
তোমার এ দেহ আমার কাছে সাধারণ এক মাটির মূর্তি।
আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়।
দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো প্রেমিক জুটি এর আগে পৃথিবী একবারই দেখেছিলো সেই ২০২২ এর নভেম্বরে, তাই শহর জুড়ে কানাঘুষা শুরু হবে আমাদের নিয়ে।
গোটা শহর জেনে যাবে তাদের প্রেম এখনো অম্লান, এখনো শীতের ভোরে এই পাগল প্রেমিক জুটি অক্সিজেন মোড়ে হুদাই হাঁটতে যায় নাস্তা খাওয়ার বাহানায়।
প্রিয়তমেষু ঈভ,
গন্ধমের বদলে বিষ হলেও আমি তা পান করতাম, তোমার দেয়া বিষও আমার কাছে প্রিয় পানীয়।
– এডাম
প্রিয়তমেষু লিজা ইসলাম
এক চুম্বনের লোভে কাটিয়ে দিতে পারি কত শতাব্দী তুমি জানো না।
– জয় কল্যাণ
প্রিয়তমেষু সুপ্রিয়া,
তুমিও যখন ধান্দাবাজ-চাটুকার, কেমন করে স্বপ্ন দেখি ঘর বাঁধিবার?
জয় কল্যাণীয়েষু
প্রিয়তমেষু রূহি,
তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,
অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।
ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,
কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।
– নিতান্তই দরিদ্র এক প্রেমিক
টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।
প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু,
রোজা ভঙ্গ করতেও রাজী।
মির্জা গালিবের চ্যালা আমি,
তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?
প্রিয়তমেষু রোকসানা,
তুমি বিনা এ জীবন তো, হয়ে যাচ্ছে ত্যানাত্যানা।
– ত্যানা কল্যাণ