ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

পরীক্ষা

প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-তোমারে ধরিয়া রাখার যুদ্ধ হবে শুরু,প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-ভালোবাসার আসল পরীক্ষা শুরু।

তোমাকে চাই

সকালের নাস্তায় তোমাকে চাই, সন্ধ্যা আরতিতে তোমাকে চাই, মাঝরাতে দুঃস্বপ্নেও তোমাকে চাই প্রিয়তমা।

অবহেলা

কেন এই অবহেলা হে প্রিয়তমা, বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা। হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি, ভিতরে আমি

একটি নগণ্য দুপুর চেয়েছি

একটা দুপুরই তো চেয়েছি তোমার কাছে, শান-শওকত তো আর চাই নি। স্রোতস্বিনী নদী বা উন্মত্ত সাগর চাই নি, পর্বতরূপ প্রেমও চাই নি হে প্রিয়তমা। তোমার