প্রিয়তমেষু,
তুমি এখনো ‘প্রিয়তমেষু’ আছো নাকি পদ্মার ভাঙ্গনে হঠাৎ যেমন গেরস্ত বাস্তুহীন হয়, আমিও তেমন প্রিয়তমেষুহীন প্রাক্তন হয়ে গেছি?
– শিরোনামহীন কোন এক প্রাক্তন।
#প্রিয়তমেষু #পদ্মা #প্রাক্তন #শিরোনামহীন
প্রিয়তমেষু,
তুমি এখনো ‘প্রিয়তমেষু’ আছো নাকি পদ্মার ভাঙ্গনে হঠাৎ যেমন গেরস্ত বাস্তুহীন হয়, আমিও তেমন প্রিয়তমেষুহীন প্রাক্তন হয়ে গেছি?
– শিরোনামহীন কোন এক প্রাক্তন।
#প্রিয়তমেষু #পদ্মা #প্রাক্তন #শিরোনামহীন
আজকে অন্য এক প্রাক্তন এর গল্প, আমি লোকটাকে বিজনেস সাপোর্ট দিতাম। এতে উভয়ের সিচুয়েশন বরাবর উইন-উইন ছিল, মাস শেষে উভয়ের ৪০-৫০ হাজার টাকা প্রফিট হচ্ছিল। একদিন তাকে বুঝিয়ে বললাম কেন একজন পূর্ণ বয়স্ক, সুস্থ মানুষের নিয়মিত রক্ত দান করা উচিৎ। এরপর তার রক্তের গ্রুপ জেনে নিয়ে তাকে জানালাম রক্ত লাগলে তাকে যেন পাওয়া যায়। কিন্তু যখন সত্যি রোগী পাওয়া গেল, তখন সে রক্ত দিবে না বলে জানিয়ে দিল। আর, আমি তাকে জানিয়ে দিলাম এমন হারামিকে আমি সাপোর্ট দিব না।
প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম। এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে? ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি। #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
রহস্যের জট খুলেছে, প্রাক্তন বরিশালে যাচ্ছে তার বান্ধবীর বাড়ীতে।
লঞ্চে নিরাপত্তার জন্য লাইফবয় দিচ্ছে জনপ্রতি, তা হাতে নিয়ে বান্ধবীকে পাশে দাঁড় করিয়ে রাতে সেলফি পাঠাইছে একটা।
লাইফবয়+ফ্রেন্ড, এই ২ মিলে হলো বয়ফ্রেন্ড। প্রাক্তন আমার মিথ্যা বলে না।
#প্রাক্তন #বরিশাল #বান্ধবী #লঞ্চ #নিরাপত্তা #লাইফবয় #সেলফি #ফ্রেন্ড #মিথ্যা
গত বছরের ঘটনা, জিইসি থেকে প্রাক্তন আর আমি
সিএনজিতে আসতেছি একে খান, রেল গেইটে পুলিশ আটকে জিজ্ঞেস করলো আমরা কী হই।
আমি ভাবতেছি কী বললে পুলিশও রাগ করবে না, প্রাক্তনও রাগ করবে না।
আমি ভাবতে ভাবতেই প্রাক্তন বলে কাজিন।
এখন পুলিশের প্রশ্ন সিলেট আর চিটাগং এ কাজিন হয় ক্যামনে!
পুলিশের কথা শুনে আমি স্ট্যাচু! কাজিন ২ বিভাগে থাকতে পারে না?