ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

প্রতীক্ষা

পাওয়া হয়ে গেলে সব, ফুরিয়ে গেলে তীব্র-জন্ত্রনা তোমাকে না পাওয়ার!সখি, জ্বালানি কোথায় পাবো বেঁচে থাকার! #দশকিয়া #ত্রিনেত্র #প্রতীক্ষা #সখি ‌#জ্বালানি

প্রতীক্ষা

রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়- পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো। তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার- প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে

তৃষ্ণা

তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়। #তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা

প্রতীক্ষা

প্রেমিকাদের জন্য প্রেমিকদের-এক অফুরন্ত প্রতীক্ষা, হোক-সে জীবনানন্দ দাশ, রফিক আজাদবা অখ্যাত জয় কল্যাণ। #চতুর্বেদ #দশকিয়া #প্রেমিকা #প্রেমিক #প্রতীক্ষা #জীবনানন্দদাশ #রফিকআজাদ

সুদিনের প্রতীক্ষা

সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-এই মহামারি কেটে যাবে,তোমার শহরে হুড খোলা রিক্সায়-ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।

সোনালী ডানার চিল

একদিন-একটি চিল আসবে,বসবে ছোট্র জামরুলের-ডালে, তার জন্য প্রতীক্ষা সকলের।সোনালী ডানার চিল।।তার সেই ডানায়,আঁকা থাকবে স্বাধীনতার মানচিত্র।।

প্রতীক্ষা

প্রিয়তমেষু প্রতীক্ষা, তোমাকে পেয়ে গেলে পাওয়া হয়ে যাবে সব, পানসে হয়ে যাবে এ বেঁচে থাকা। – প্রতীক্ষমান জয় কল্যাণীয়েষু #একলাইনেরচিঠি#প্রতীক্ষা#প্রিয়তমেষু