Tag: প্রতিবাদ

  • নীরব প্রতিবাদ

    আয়া সোফিয়া যেদিন অর্থোডক্স থেকে ক্যাথলিক গীর্জায় রুপান্তর হয় সেদিন সেখানে উপস্থিত কে যেন বলে উঠেছিলেন, “এভাবেই একদিন এখানে মসজিদ হবে”।

    যেদিন আয়া সোফিয়া সত্যি সত্যি মসজিদ হলো সেদিন ঐ একই ব্যাক্তিকে আবার দেখা গেলো, তিনি সেদিন বললেন, “এখানেই একদিন হনুমানের পুজো হবে”।

    ২৫ শে ফেব্রুয়ারী, দিল্লীতে সেই একই ব্যাক্তিকে আবার দেখা গেলো, তিনি আজ বললেন, “কাল যদি এখানেই বুদ্ধ তাঁর আস্তানা গাড়েন, তখনও আমি এখানে থাকব; দখলদারিত্বের বিরুদ্ধে থাকবে আমার নীরব প্রতিবাদ।”

  • সময়-অসময়

    নির্জন একস্থানে এক ভদ্রলোক দেখলেন একজন নারীকে ধর্ষণ চেষ্টা করছে একজন পুরুষ…
    তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন কিন্তু কোন প্রতিরোধ করলেন না বিপদের ভয়ে…
    অবশেষে লোকালয়ে এসে তিনি তা প্রচার করতে লাগলেন…
    এবং সেই ধর্ষক প্রতিশোধ নিতে তার পিছনে লেগে গেল… এবং ধর্ষিতা নারী ধর্ষণে সহায়তার মামলা ঠুকে দিলো…
    শিক্ষাঃ প্রতিবাদ হোক বা প্রতিরোধই হোক, তা সময়েই করতে হয়। অন্যথায় তার পরিণাম খারাপই হয়।