Tag: প্রতিকী

  • মালিহা

    মালিহা-
    সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
    যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।

    মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
    নির্দিষ্ট কোনও রমণী আমার না,
    আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।

    আমি সকল জগতের,
    সকল যুগের।
    সকল প্রেমিকের প্রতিনিধি।।

    “মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।