ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

তুমি নেই বলে

তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী… চোখে তাকায় না আর… ওদের চোখে তাকালে এখন ভয়ে… রক্ত হিম হয়ে যায়… অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল

কবি আত্মহত্যা করেন নাই।

যেই কবি হাজার বছর হাঁইট্টা এই বাংলায় শান্তি খুঁজেন, আবার জন্মাইতে চান শালিক, প্যাঁচা হইয়া, সেই কবি “আত্মহত্যা করছেন” এই কথার লগে যেই সব যুক্তি