Tag: প্যাঁচা

  • তুমি নেই বলে

    তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী…
    চোখে তাকায় না আর…
    ওদের চোখে তাকালে এখন ভয়ে…
    রক্ত হিম হয়ে যায়…
    অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল অনিন্দ্য সুন্দরী…

  • কবি আত্মহত্যা করেন নাই।

    যেই কবি হাজার বছর হাঁইট্টা এই বাংলায় শান্তি খুঁজেন, আবার জন্মাইতে চান শালিক, প্যাঁচা হইয়া, সেই কবি “আত্মহত্যা করছেন” এই কথার লগে যেই সব যুক্তি দাঁড় করা হইছে বা দাঁড় করা যায় তা ভোঁতা।

  • তুমি নেই বলে

    তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী-
    চোখে তাকায় না আর।
    ওদের চোখে তাকালে এখন ভয়ে-
    রক্ত হিম হয়ে যায়।
    অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল অনিন্দ্য সুন্দরী।

    #তুমি #রক্ত #ভয় #চোখ #প্যাঁচা #হিম #সুন্দর #অনিন্দ্য