Tag: পোকা

  • পোকারা কি প্রেম করে না?

    এ তোর কেমন রীতি?
    দূরে যাবি চলে; বাড়াইয়া পিরিতি।
    একা একা কান্দুম আমি
    মনে নিয়া তোর স্মৃতি॥

    তোর লাগিয়া পরান কান্দে;
    অন্তর যায় জ্বলে,
    তোর ঘরেও ছড়াবে যে
    আর কিছুদিন হলে॥

    কেন এমন করলি তুই?
    মারিলি প্রেমের ধোঁকায়,
    তবে কি তাই প্রেমের ফল
    খেয়ে নিয়েছে পোকায়!

    পোকারা কি প্রেম করে না?
    নাই কি তাদের অন্তর?
    নাকি আমি একাই বোকা
    তাই ছুঁয়েছি মন তোর!