Tag: পৃথিবী

  • কড়চা

    জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
    রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
    যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
    সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
    পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।


    ফিরে আসি ফের দেশে-
    এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
    ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।


    ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
    তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!


    টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
    ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
    চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!


    জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।


    কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
    এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।

  • বৃদ্ধাশ্রম

    বৃদ্ধাশ্রমের প্রচার করবেন না, এতে পরোক্ষভাবে আপনি বৃদ্ধাশ্রমকে সমর্থন করছেন।
    গোটা পৃথিবী পরিবর্তনের দায়িত্ব আপনার ঘাড়ে কেউ তুলে দেয় নাই।
    নিজে বদলান, পৃথিবী বদলে যাবে।

  • প্রকৃতি (পার্ট ১)

    এমনটা ভাবার কোন কারন নাই যে মার্ক ফেসবুক না বানাইলে পৃথিবী স্যোসাল ইঞ্জিন কী জিনিস তা জানতেই পারতো না। সত্য হলো এই যে ফেসবুকেরও আগে মাইস্পেস, হাই ফাইভ তৈরী হইছে।

    শুধু তাই না, ২০০৭ সাল পর্যন্ত তালিকায় মাইস্পেস ছিল ১ নাম্বারে আর হাই ফাইভ ছিল দ্বিতীয়। পরবর্তীতে ফেসবুক দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং বাকীটা আপনার-আমার সকলেরই জানা।

    তো এর থেকে কী বোঝা গেল?

    এর থেকে বোঝা গেল এই যে, প্রকৃতি যখন যেটার প্রয়োজনীয়তা অনুভব তখন তা নিয়ে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। একটার পর একটা আপডেট নিয়ে আসতে থাকে, ফাইনালি আমরা সর্বশেষ সংস্করণটাকেই মনে রাখি আর পায়রা, হরকরাদের ভুলে যাই।

    আমরা কাবাডি-গোল্লাছুট ভুলে গিয়ে ফুটবল-ক্রিকেটকেই মনে রাখতে পারি শুধু, জুয়েলদের ভুলে শুধু মাশরাফিদের মনে রাখি, দ্রাবিড়-আর্য ভুলে হিন্দু-মুসলমান মনে রাখি।

    আদমকে ভুলে শুধু নিজেকেই মনে রাখি।