Tag: পৃথিবী

  • ভয়

    কাটে না তোমার ঘোর,

    কাটে না প্রতীক্ষার প্রহর,

    কাটে না রাত,

    আসে না ভোর।


    কাটে না হারানোর ভয়,

    যদি তোমাকে হারাতে হয়,

    গোটা পৃথিবী করবো-

    ধুসর মরুময়।

  • দিনাকার

    সখি,

    দিনের আকার কেমন?

    পৃথিবীর মতো ডিম্বাকার?

    চাঁদের মতো নীলাকার?

    তোমার মতো প্রেমাকার?

    নাকি আমার মতো এব্রোথেব্রো?

  • কার্বন ডাইঅক্সাইডের ঢেউ

    মিসেস ঘুমায়, আমি জেগে-
    জেগে পাহারা দেই।
    তার কপালে চুমু খাই,
    ঠোঁটে দেই কার্বন ডাইঅক্সাইডের ঢেউ।
    
    শিট! কী করছি আমি!
    হে পৃথিবীবাসী তোমরা যেন
    দেখো নি কিছু কেউ।
    
    #মিসেস #ঘুম #পাহারা #কপাল #চুমু #ঠোঁট #কার্বনডাইঅক্সাইড #ঢেউ #পৃথিবী #দশকিয়া #সপ্তর্ষী
  • কলিজা

    প্রিয়তমেষু কলিজা, পৃথিবীর সব সংবাদ মাধ্যমে এক যোগে প্রচারিত হবে আজ আমাদের মন খারাপ।
    – ইতি জয় কল্যাণীয়েষু

    #কলিজা #একলাইনেরচিঠি #সংবাদ #মন #খারাপ #পৃথিবী

  • তুমি হাসলে

    তুমি হাসলে আমার পৃথিবী হয়ে ওঠে আটলান্টিকের মতো উত্তাল,
    আর তুমি কাঁদলে আমার পৃথিবী আটলান্টিসের মতো হারিয়ে যায় গভীর জলে।

    #তুমি #হাসি #পৃথিবী #আটলান্টিক #উত্তাল #কান্না #আটলান্টিস #জল #সমুদ্র

  • স্বর্গোদ্যান

    ৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
    তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
    সে বললো আমি পৃথিবীর রহস্য, আমিই স্বর্গোদ্যান।

    #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী #স্বর্গোদ্যান #রহস্য

  • লিজা

    ৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
    তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
    সে বললো আমি লিজা।

    #লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী

  • স্বর্গ

    আপনারা ঘটনাটা কী রকম শুনেছেন জানি না,  তবে আসল ঘটনাটা আজ বলছি।
    
    আমি যখন স্বর্গ ভ্রমন করছিলাম, এমন সময় গেব্রিয়েল এসে বললো- ঈশ্বর আপনাকে তলব করেছেন।
    আমি ঈশ্বরের সামনে গেলে তিনি বললেন - আদম, তোমাকে পৃথিবীতে যেতে হবে।
    আমি বললাম - আমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে যেতে চাই না।
    ঈশ্বর তখন বললেন - তুমি যদি আমার বাধ্য হও তবে ৩০০০ বছর পর আমি তোমার জন্য পৃথিবীকেই স্বর্গ বানিয়ে দিবো।
    আমি ঈশ্বরের থেকে বিদায় নিয়ে পৃথিবীতে বিচরণ করেছি, ৩০০০ বছর পর ঈভের সাথে আমার প্রথম দেখা।
    
    #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী #ঈশ্বর
  • পরীক্ষা

    বিগত ২-৪ হাজার বছরের ইতিহাস থেকে নিরীহ কোন ব্যক্তিকে পৃথিবী শাষণ করতে দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি "স্রষ্টা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন"।
    বলি, এই পরীক্ষা কত শত কোটি বছরে শেষ হবে শুনি?
  • অদ্ভূত

    অদ্ভূত ঘটনা গোটা পৃথিবীতেই ঘটে, যেমন আলেকজান্ডার, তৈমুর কিংবা চেঙ্গিসদের মত কুৎসিত মানুষদের পৃথিবী ‘বীর’ বলে সম্বোধন করে।