লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।
ছেলেঃ-
জেল-জুলুম-হুলিয়া
আমায় পারবে না রাখতে ধরিয়া,
কারফিউ-ধর্মঘট কোন ধারা
তোমায় পারবে না নিতে কাড়িয়া।
মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢
ছেলে সাথে সাথে লাইন কেটে ৩টা কল দিলো, কলগুলো ছিল এমন-
পুলিশ – আমি খুন একটা করেছি, প্লিজ আমাকে গ্রেফতার করেন এসে।
মাদক নিরাময় কেন্দ্র – আমি মাদকাসক্ত, প্লিজ আমাকে এসে নিয়ে যান।
হেমায়েতপুর – আমি গারদ হয়ে গেছি, প্লিজ আমাকে আপনাদের পাগলে নিয়া আটকে রাখেন।
Tag: পুলিশ
-
তোমায় পারবে না নিতে কাড়িয়া
-
আবুলের দেশে
এতোদিন বেশ ভালই চলছিল কিন্তু সেদিন ছিল মফিজের জন্য কুফা, মফিজ ধরা খেয়ে গেল। মফিজের কুকীর্তির প্রমান স্বরুপ বেশ কিছু স্ক্রিনশট চলে এলো সোশ্যাল নেটওয়ার্কে।
কয়েক ঘন্টার মধ্যে বেশ কয়েক জন মুখ খুললো। এতোদিন তারা মফিজ ও তার সিন্ডিকেটের কুকীর্তির শিকার হলেও স্বাক্ষী প্রমানের অভাবে প্রকাশ করতে পারছিল না।
রাত ৮ টা ২৪ মিনিটে ফেসবুক সেলিব্রেটি আবুলের স্ট্যাটাস থেকে জানা গেলো আনুমানিক সন্ধ্যা ৭টায় মফিজকে এলাকার চায়ের দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তাদের কাছে যথেষ্ট স্বাক্ষী-প্রমান আছে যে, মফিজ ঘুষ খায় না। সেই সাথে সে তার অন্যান্য কলিগদের ঘুষ না খেতে উৎসাহ দেয়।
আমরা কাল মফিজকে আদালতে তুলবো, মাননীয় আদালতের কাছে তার ১২ দিনের ডিম থেরাপীর আবেদন করবো। আশা করি আমরা মফিজের মুখ থেকে বেশ চাঞ্চল্যকর তথ্য বের করতে পারবো।
-
প্রাক্তন ও পুলিশ
গত বছরের ঘটনা, জিইসি থেকে প্রাক্তন আর আমি
সিএনজিতে আসতেছি একে খান, রেল গেইটে পুলিশ আটকে জিজ্ঞেস করলো আমরা কী হই।
আমি ভাবতেছি কী বললে পুলিশও রাগ করবে না, প্রাক্তনও রাগ করবে না।
আমি ভাবতে ভাবতেই প্রাক্তন বলে কাজিন।
এখন পুলিশের প্রশ্ন সিলেট আর চিটাগং এ কাজিন হয় ক্যামনে!
পুলিশের কথা শুনে আমি স্ট্যাচু! কাজিন ২ বিভাগে থাকতে পারে না?
-
বন্ধু যখন শত্রু
যেই পুলিশ সাঁওতাল পল্লীতে আগুন দিছিল তারাই নাকি আমাদের বন্ধু!!!
-
বন্ধু যখন শত্রু
আলোতে বন্ধু, সন্ধ্যার পরে জম,
পুলিশকে বিশ্বাস করা যায় না একদম। -
ভালবাসা এক্সপ্রেস
ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য-
বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ বসে থাকা তার প্রেমিক পুরুষটি প্রেমিকার উপর প্রচন্ড অখুশী কারন সুন্দরী কেন যেন বারবার ডি৩ তে থাকা যুবকের দিকে কেমন করে তাকাচ্ছে।
যুবকও বিষয়টা আঁচ করার পর থেকে তাদের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে।
বাসের যে ক’জন যাত্রী বিষয়টা খেয়াল করেছেন তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে, কানাঘুষাকে কলরবে পরিনত করে এক সময় সুন্দরী রমনী উঠে এসে যুবকের পাশে বসল।যাত্রা শেষে জানা গেলো মেয়েটা গোয়েন্দা পুলিশ আর যুবক ইয়াবা ব্যবসায়ী।
-
চাঁদাবাজি করবে না
পুলিশ যেহেতু রমজানে চাঁদাবাজি করবে না, সেহেতু আমি সিদ্ধান্ত নিছি রমজানে ইনবক্সে মেয়েদের সাথে ফ্লার্ট করব না।
ওকে?
-
সাদা পোষাক
প্রিয়তমেষু রুপালী,
পুলিশের মত তুমি কবে সাদা পোষাকে আমায় তুলে নিয়ে যাবে?
- জয় কল্যাণীয়েষু