Tag: পুরুষ

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • নারী

    নারীর চুলের আগা থেকে
    পায়ের ধুলোবধী প্রেম।
    সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-
    সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়।

  • সময়-অসময়

    নির্জন একস্থানে এক ভদ্রলোক দেখলেন একজন নারীকে ধর্ষণ চেষ্টা করছে একজন পুরুষ…
    তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন কিন্তু কোন প্রতিরোধ করলেন না বিপদের ভয়ে…
    অবশেষে লোকালয়ে এসে তিনি তা প্রচার করতে লাগলেন…
    এবং সেই ধর্ষক প্রতিশোধ নিতে তার পিছনে লেগে গেল… এবং ধর্ষিতা নারী ধর্ষণে সহায়তার মামলা ঠুকে দিলো…
    শিক্ষাঃ প্রতিবাদ হোক বা প্রতিরোধই হোক, তা সময়েই করতে হয়। অন্যথায় তার পরিণাম খারাপই হয়।

  • বৈষম্য

    আমাদের নাটক, সিনেমাগুলাতে যখন আগে পুরুষ আর পরে নারীদের নাম দেখায়, তখন সংস্কৃতি পাড়ার নারীবাদীরা কোন চুল ফালায়?

  • ভালবাসা এক্সপ্রেস

    ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য-
    বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ বসে থাকা তার প্রেমিক পুরুষটি প্রেমিকার উপর প্রচন্ড অখুশী কারন সুন্দরী কেন যেন বারবার ডি৩ তে থাকা যুবকের দিকে কেমন করে তাকাচ্ছে।
    যুবকও বিষয়টা আঁচ করার পর থেকে তাদের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে।
    বাসের যে ক’জন যাত্রী বিষয়টা খেয়াল করেছেন তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে, কানাঘুষাকে কলরবে পরিনত করে এক সময় সুন্দরী রমনী উঠে এসে যুবকের পাশে বসল।

    যাত্রা শেষে জানা গেলো মেয়েটা গোয়েন্দা পুলিশ আর যুবক ইয়াবা ব্যবসায়ী।

  • তপস্যা

    একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম;

    অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।

  • প্রেমিক

    আমি বরাবরই প্রেমিক ছিলাম,
    পুরুষ হয়ে উঠতে পারি নি।

    কিন্তু, তোমার আস্থা ছিল একজন পুরুষে।