ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

নারী

নারীর চুলের আগা থেকেপায়ের ধুলোবধী প্রেম।সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়।

সময়-অসময়

নির্জন একস্থানে এক ভদ্রলোক দেখলেন একজন নারীকে ধর্ষণ চেষ্টা করছে একজন পুরুষ… তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন কিন্তু কোন প্রতিরোধ করলেন না বিপদের ভয়ে…

বৈষম্য

আমাদের নাটক, সিনেমাগুলাতে যখন আগে পুরুষ আর পরে নারীদের নাম দেখায়, তখন সংস্কৃতি পাড়ার নারীবাদীরা কোন চুল ফালায়?

ভালবাসা এক্সপ্রেস

ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য- বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ

তপস্যা

একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম; অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।

প্রেমিক

আমি বরাবরই প্রেমিক ছিলাম, পুরুষ হয়ে উঠতে পারি নি। কিন্তু, তোমার আস্থা ছিল একজন পুরুষে।