ভাটিতে সমুদ্র যদিও,
আমার গন্তব্য-
তুমি পাহাড়।
সখি, তাই তো আমার-
এই উজানে সাঁতার।
#গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড
Tag: পাহাড়
-
গন্তব্য
-
কাঁটা
ক্যাকটাসের কাঁটার মতো- বিঁধে যাবো হৃদয়ে তোমার, একটু এদিক-সেদিক করলেই দেখবে বুকের বাঁয়ে ব্যথার পাহাড়। #ক্যাকটাস #কাঁটা #হৃদয় #পাহাড়
-
পাহাড়, ঝর্ণা, নদী ও সাগরের গল্প
মেয়েটির নাম নদী,
পাহাড়কে ধোঁকা দিয়ে
সে নিজেকে সঁপেছে সাগরের কাছে।
তারই দুঃখে পাহাড় কেঁদে যায়,
তোমরা তাকে ঝর্ণা বলো। -
পাহাড়ে অস্ত্র কেন?
নিরস্ত্র পাহাড়ীদের সশস্ত্র বানাইল কারা?
-
স্বপ্ন
তুমি যখন গার্দার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে লেকের জলে স্বপ্ন দেখো,
আমি তখন বুকের ব্যথায় তোমার হাতটাই হাতড়ে বেড়াই। -
জলের গান
তুমি পাহাড় চূড়ায় জল দেখে অবাক হও…
আমার চোখের জল দেখে নির্বিকার…