কারো নামে মিথ্যা অপবাদ দেয়ার মত মিথ্যা প্রশংসা করাও পাপ।
Tag: পাপ
-
পাপ
পাগল কখনো পাপ করে না…
-
সিন্ডিকেট
শুনলাম তুমিও নাকি যোগ দিয়েছো সিন্ডিকেটে,
ভালবাসা করছো জমা সিন্দুকেতে?বুঝতে যদি করছো কী পাপ! বুঝে-শুনে,
ভালবাসা করতে আপন গুনে-গুনে।
বুঝবে ঠিকই চোর পালাবে যেদিন ঘরে সিঁদ কেটে।কত মানুষ প্রেম না পেয়ে মরছে হাটে-মাঠে,
কত মানুষ যাচ্ছে বিদেশ জল পথে। -
ধ্যাত্তেরি!
ধ্যাত্তেরি!
লাগছে না ভাল কিছুই,
কি যে করি!সকাল হয় না, সন্ধ্যা হয় না,
হয় না রাত-দিন।
কেউ করে না শোধ,
কেউ করে না ঋণ।।কারো চোখে ঘুম নেই,
স্বপ্ন দেখে না কেউ।
রাধা যায় না জলে তাই,
যমুনায় নেই ঢেউ।।আকাশ হয় না চুরি,
মেঘ দেয় না উঁকি।
সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
চাঁদ দিয়েছে ফাঁকি!!কাদের সাথে আমার পিরিত,
ঝগড়া কাদের সাথে!
তাদের কেউ কাছে নাই,
সবাই আপন পথে।।সব কিছুই ওলট-পালট,
সবখানেই গন্ডগোল।
কাব্য করা মহা পাপ;
তাই, অন্য কোন গল্প বল।।গোলাপগুলো ফুটছে না আর,
হেমন্তও আসে না।
শিউলী ফুল রাতের আঁধার,
এখন ভালবাসে না।।