পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।
আমিই সাধু, আমিই চোর।
আমিই আর্য্য আবার আমিই অসুর।
আমাতেই হাবিল, আমিই কাবীল।
আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।
সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
আমার সাধুতার দাবী ত্যাগ করে
তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।
Tag: পাগল
-
দ্বিচারী
-
তোমার শহরে এসেছে নতুন পাগল
চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-
একদিন হানা দিবো তোমার দেশে।
তোমার শহরের অলিগলি ঘুরে-
একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে।#শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া
-
অন্তরে অন্তরে
আমার ভিতরে-বাহিরে অন্তরে অন্তরে- কে যে সেথায় বসত করে কে ছড়ি ঘোরায়! সে কি আমায় ভালোবাসে? নাকি শুধু আমাতে ডুগডুবি বাজায়? আমি নিরীহ পাগল আর- তাহার চোখে আগুন, সে আগুনে এ পাগলকে কেন সে পোড়ায়?
-
তোমায় পারবে না নিতে কাড়িয়া
লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।
ছেলেঃ-
জেল-জুলুম-হুলিয়া
আমায় পারবে না রাখতে ধরিয়া,
কারফিউ-ধর্মঘট কোন ধারা
তোমায় পারবে না নিতে কাড়িয়া।
মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢
ছেলে সাথে সাথে লাইন কেটে ৩টা কল দিলো, কলগুলো ছিল এমন-
পুলিশ – আমি খুন একটা করেছি, প্লিজ আমাকে গ্রেফতার করেন এসে।
মাদক নিরাময় কেন্দ্র – আমি মাদকাসক্ত, প্লিজ আমাকে এসে নিয়ে যান।
হেমায়েতপুর – আমি গারদ হয়ে গেছি, প্লিজ আমাকে আপনাদের পাগলে নিয়া আটকে রাখেন। -
sudo rm -rf /তুমি
মস্তিষ্কের যে ফোল্ডারটাতে তুমি আছো,
sudo rm -rf কমান্ড মেরে দেব একদিন ঠিক।
পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না,
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।
-
উপকার
পাগল হইয়া জন্মানোর একটা উপকারী দিক হইতেছে মানুষ হইতে আপনাকে চীন যাইতে হইবে না।
-
পাগলে কী না বলে?
“পাগলে কী না বলে?”
এই প্রশ্নের উত্তর না দিয়ে বলছি পাগলে কী বলে…!আমার আশেপাশে বেশ কিছু পাগল আছে, যারা প্রতিনিয়ত বক বক করে যাচ্ছে “রক্ত দিন, জীবন বাঁচান।”
আসুন, এই পাগলামীটা এক সাথে করি…
-
নিষ্পাপ স্ট্যাটাস
পাগলকে রাষ্ট্র বা সংবিধান (মানুষ) অবজ্ঞা করলেও সৃষ্টিকর্তা দিয়েছেন “নিষ্পাপ স্ট্যাটাস”।
-
মহাকাব্য
“পাগল” শব্দটাই যেন একটা মহাকাব্য
-
শিক্ষা
পাগল হইয়া জন্মানোর একটা উপকারী দিক হইতেচ্ছে মানুষ হইতে আপনাকে চীন যাইতে হইবে না।