Tag: পরিচয়

  • জাতিস্মর

    একই শহরে-

    একই মহল্লায় আমাদের বসত,

    অথচ চিনি না তোমায়।

    দেবী, যেন সহস্র মাইল দূরে-

    সহস্র পূর্ব বর্ষ-

    আমাদের ছিলো না পরিচয়।

    সহস্র বর্ষ পরে অপরিচিতা,

    তোমায় কেন আজ-

    বড্ড চেনা মনে হয়?

    কেন আজ রক্তেরা আন্দোলিত-

    হয় তোমার জন্য

    হৃদয়ের শিরায় শিরায়।

    #চতুর্বেদ#দশকিয়া#দেবী#জাতিস্মর