Tag: পরাণ

  • অন্তর্চক্ষু

    যে আমারে চিনতে পারে অন্তর্চক্ষু দিয়া,
    তাহার লাগি পরাণ রাখিমু যতন নিয়া।

  • অভিমানী

    পরাণ পোড়ে জানি,
    তবু অভিমানী-
    মিথ্যে করে ছল,
    লুকিয়ে জানি তোমারও-
    চক্ষু ছলছল।