ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

গঙ্গা

প্রিয়তমেষু গঙ্গা, হৃদয়টাকে অপবিত্র করে রেখেছি তোমাতে স্নান করে পবিত্র হবো বলে। #গঙ্গা #প্রিয়তমেষু #হৃদয় #স্নান #পবিত্র #একলাইনেরচিঠি

তৃষ্ণা

তৃষ্ণার্ত আমি তোমাকে- এক নিমিষেই গিলে ফেলবো- বলে তৃষ্ণার সাগর বানাচ্ছি। তুমি যে আমার জমজম এর পবিত্র জল। #তৃষ্ণা #জল #জমজম #পবিত্র #সাগর #চতুর্বেদ #দশকিয়া