Tag: পঞ্চখন্ড

  • প্রিয়ে

    কণ্যা, এতো রাগ কিসের?

    হয়েছে তো সামান্য একটা ভুল!
    কথা দিচ্ছি,
    চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,
    একশত ঘাস ফুল।

  • গন্তব্য

    ভাটিতে সমুদ্র যদিও,
    আমার গন্তব্য-
    তুমি পাহাড়।

    সখি, তাই তো আমার-
    এই উজানে সাঁতার।

    #গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড